গৌরনদীর একটি হিন্দু পরিবারকে দেশ ত্যাগের হুমকি

নিজস্ব সংবাদদাতাঃ সম্পত্তি দখলের চেষ্ঠায় ব্যর্থ হয়ে এবার দেশত্যাগের হুমকি দেয়া হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার এক হিন্দু পরিবারকে। দেশ ত্যাগ করা না হলে তাদের স্ব-পরিবারকে হত্যা করারও হুমকি দেয়া হয়। প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে অসহায় ওই পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ব্যাপারে অসহায় পরিবারটি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।

উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামের গোলাপবাসী মন্ডলের পুত্র কাঠমিস্ত্রি সুনীল চন্দ্র মন্ডলের অভিযোগে জানা গেছে, তার পিতার রেখে যাওয়া সম্পত্তির ওপর দীর্ঘদিন থেকে লোলুপ দৃষ্টি পরে একই গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের পুত্র প্রভাবশালী নুর হোসেন, তৈয়বুর রহমান, হলুদ হাওলাদার, মৃত আব্দুর রাজ্জাক হাওলাদারের পুত্র জামাল মিয়াসহ তাদের অন্যান্য ওয়ারিশদের। তারই ধারাবাহিকতায় সংখ্যালঘু ওই পরিবারের সাড়ে ৩৯ শতক সম্পত্তি জবর দখল করে নেয়ার জন্য প্রভাবশালীরা মরিয়া হয়ে ওঠে। এতে বাঁধা দেয়ায় হয়রানীর উদ্দেশ্যে সংখ্যালঘু ওই পরিবারটির বিরুদ্ধে চারটি মিথ্যে মামলা দায়ের করা হয়। তদন্তে মিথ্যে প্রমানিত হওয়ায় প্রতিটি মামলাই খারিজ হয়ে যায়।

কাঠমিস্ত্রি সুনীল মন্ডলের স্ত্রী ঊষা রানী মন্ডল অভিযোগ করে বলেন, প্রভাবশালীরা সম্পত্তি দখলের জন্য আমাদের দেশত্যাগের হুমকি দিয়েছে। দেশ ত্যাগ না করলে তারা আমাদের স্ব-পরিবারকে হত্যা করবে বলেও হুমকি দেয়। তাদের অব্যাহত হুমকির মুখে পরিবার-পরিজন নিয়ে আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে অভিযুক্ত নুর হোসেন হাওলাদার বলেন, তাদের সাথে আমাদের ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। দেশত্যাগ ও হত্যার হুমকির অভিযোগ সঠিক নয়।