দূর্গা সাগরে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালনি শিক্ষার্থী ও যুবক-যুবতী প্রবেশ নিষেধ

উম্মে রুম্মান, বরিশাল ॥ দূর্গা সাগরে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে অভিভাবহীন যুবতী মেয়ে, স্বামী-স্ত্রী নয় এমন যুবক-যুবতীদের শিক্ষা সফর ব্যতীত প্রবেশ নিষেধাজ্ঞার আওতার আনা হয়েছে। এ সংক্রান্ত একটি আদেশে সোমবার রাতে জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান স্বাক্ষর করেন বলে জানা গেছে।  অতিশীঘ্র এই আদেশ কার্যকর করার জন্য দূর্গা সাগরের কতৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলে ঐ আদেশে উল্লেখ রয়েছে বলে জেলা প্রশাসনের একটি সুত্র জানায়।

জানা গেছে স্কুল কলেজের ক্লাস ফাঁকি দিয়ে দূর্গা সাগর পাড়ে নানা অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে কয়েক জুটি প্রেমিক প্রেমিকাকে গত ১অক্টোবর ভৎসনা করেন জেলা প্রশাসক। এ সময় প্রশাসনের কর্মকর্তারা তাদের সর্তক করে দেন। বরিশাল বিভাগের অন্যতম দৃষ্টিনন্দন এ দূর্গা সাগর দেখতে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থীরা আসেন। প্রেমিক প্রেমিকা জুটির আপত্তিকর দৃশ্য দেখার পর পরিবার পরিজন নিয়ে আসা অনেকই বিব্রত হন। এ ছাড়া এ স্থানে বখাটেদের উৎপাত ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্কুল থেকে পালিয়ে আসা জুটির প্রতিই বখাটেদের দৃষ্টি। বেশ কয়েকটা ধর্ষনের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে দূর্গা সাগর এলাকার একজন জানান, ছাত্র-ছাত্রীরা ঘুরতে আসার নামে অশ্লীল কর্মকান্ড করছে যা দেখে ভদ্র লোকেরা এখানে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নির্জন এবং নিরিবিলি হবার কারনে সহচরে দুপুর বেলা বেশি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা আসে। ঘন্টার পর ঘন্টার এখানে অবস্থান করে বিভিন্ন সময়ে  এদের আপত্তিকর অবস্থায় দেখা যায়। আর ১ অক্টোবর দুর্গা সাগর দেখতে এসে বিড়ম্বনায় পড়েন জেলা প্রশাসক। স্কুুল পালানো বেশ কিছু জুটিকে তিনি আবিস্কার করে গাছের আড়ালে। শেষ পর্যন্ত সোমবার রাতে তিনি নিষেধাজ্ঞার আদেশে স্বাক্ষর করেন বলে জানা গেছে।