বরিশালে শুরু হয়েছে টিসিবির কার্যক্রম

শুভব্রত দত্ত, বরিশালঃ আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মঙ্গলবার থেকে বরিশালে শুরু হয়েছে টিসিবির কার্যক্রম। এবার সারাদেশের ন্যায় ৩টি পণ্য বিক্রি করা হবে।

সূত্রে জানা গেছে, ইতিমধ্যে টিসিবি কর্তৃপক্ষ পণ্যের মূল্য নির্ধারণ করে ১৪০জন ডিলারকে বরাদ্দপত্র প্রদান করেছে। প্রত্যেক ডিলারের জন্য ৬শ’ লিটার সয়াবিন তেল, ৫শ’ কেজি দেশি মসুর ডাল ও ২০টন চিনি বরাদ্দ করা হয়েছে। ডিলাররা ১শ’ টাকা লিটার দরে সয়াবিন তেল ক্রয় করে ১০৩টাকা দরে বিক্রি, ৫৭টাকা কেজি দরে মসুর ডাল ক্রয় করে ৬০ টাকা দরে বিক্রি এবং ৫৪ টাকা কেজি দরে চিনি ক্রয় করে ৫৭ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ৫ নভেম্বর পর্যন্ত এই পণ্য উত্তোলন করতে পারবে ডিলাররা। কর্তৃপক্ষ জানিয়েছেন বর্তমান বাজার দরের চেয়ে এবার টিসিবির পণ্যমূল্য কম নির্ধারন করা হয়েছে। সেই হিসাবে এবার টিসিবি পণ্য ডিলার ও ক্রেতাদের মাঝে আগ্রহ সৃষ্টি করতে পারবে।

টিসিবির বরিশাল অফিস প্রধান ইসমাইল মজুমদার জানান, এবার টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম সফল হবে বলে আশা করা যাচ্ছে।