নগরীতে ১০টি গরুর হাট অবৈধ

শুভব্রত দত্ত, বরিশালঃ বরিশাল সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নগরীতে অস্থায়ী অবৈধ ১০টি গরুর হাট বসানো হয়েছে। আরো ১১টি গরুর হাট বসানোর পায়তারা চলছে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, এবছর বিসিসি’র পক্ষ থেকে অস্থায়ী গরু-ছাগলের হাট বসাতে নিষেধ করা হয়েছে। এখন পর্যন্ত অস্থায়ী কোন গরু ছাগলের হাটের অনুমোদন দেয়া হয়নি। এসম্বন্ধে নির্দেশ উপেক্ষা করে কেউ হাট বসালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও বাজার মনিটরিং কর্মকর্তাদের জানানো হয়েছে।

পাশাপাশি রূপাতলী, বাঘীয়া ও পোর্টরোডস্থ স্থায়ী ৩টি হাটে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতেও অনুরোধ করা হয়। কিন্তু বিসিসি’র এই নির্দেশ অমান্য করে নগরীর ওয়াইডব্লিউসিএ স্কুল সংলগ্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে গরুর হাট বসানো হয়েছে।

এছাড়া অক্সফোর্ড মিশন রোডেই বসানো হয়েছে ৩টি হাট। সেখান থেকে মাত্র ১ কিলোমিটার দুরে ফকিরবাড়ী স্কুল সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে আরো একটি হাট। এভাবে ইতিমধ্যে ১০টি হাট অবৈধভাবে স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

বিসিসি’র হাটবাজার শাখার পরিদর্শক আবুল কালাম শাহিন জানান, ওই শাখায় লোকবল সংকট রয়েছে। যার জন্য পুলিশের সহযোগীতা চাওয়া হয়েছিলো। কিন্তু পুলিশ এগিয়ে না আসায় তারা এব্যাপারে কিছু করতে পারছে না।