গৌরনদীর শিক্ষক ফরিদ হত্যা খুনী কালুর দু’দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদীর চাঞ্চল্যকর শিক্ষক ফরিদ জমাদ্দারের প্রধান খুনী আবুল হোসেন ওরফে কালু সরদারকে আরো জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলেও বুধবার আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, গ্রেফতারকৃত কালু সরদার পুলিশ ও আদালতের কাছে দেয়া জবানবন্দিতে পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির এক সদস্যর নাম বলেছে। এ বক্তব্যের যাচাই বাছাইয়ের জন্য কালু সরদারকে আরো জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। গতকাল বুধবার আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার জের ধরে গত ২২ সেপ্টেম্বর ওই গ্রামের আবুল কালাম ওরফে কালু সরদার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফরিদ জমাদ্দারকে ঠান্ডা মাথায় ছুরিকাঘাত করে খুন করে। এরপর সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকলেও গত ২৬ অক্টোবর মোবাইল ফোনের কললিষ্টের সূত্রধরে গৌরনদী থানা পুলিশ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গোদাবাজার এলাকা থেকে আত্মগোপনে থাকা খুনী কালু সরদারকে গ্রেফতার করে। ২৭ অক্টোবর খুনী কালু সরদারকে আদালতে সোর্পদ করা হলে সে ১৬৪ ধারার জবানবন্দিতে খুনের কথা অকপটে স্বীকার করে। সে একাই এ খুন করেছে বলে জানায়।