গৌরনদী সংবাদদাতা ॥ দীর্ঘদিন চিকিৎসা শেষে মঙ্গলবার গৌরনদীতে ফিরেছেন নলচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক জি.এম হারুন মৃধা।
সাবেক চেয়ারম্যানের সহধর্মীনি আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক এডভোকেট সাহিদা হারুন জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক চেয়ারম্যান জি.এম হারুন মৃধা ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে তিনি গৌরনদীতে এসেছেন। তার অসুস্থ্য হওয়ার পর যেসব ব্যক্তিরা সাবেক চেয়ারম্যানের আশুরোগ মুক্তি কামনা করেছেন তাদের কাছে কৃতজ্ঞা প্রকাশ করেছেন সাবেক চেয়ারম্যানের পরিবারের সদস্যরা।