নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ্য ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন যুবলীগ নেতা জামাল খন্দকার, ওলামালীগ নেতা হাফেজ নুরুল হক, ছাত্রলীগ নেতা সৈয়দ মাহবুব আলম, জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, লুৎফর রহমান দ্বিপ, স্বপন হাওলাদার, আবুল শরীফ প্রমুখ।