সাইদ মেমন, বরিশাল ॥ নগরীর নতুন বাজার ইসকন মন্দিরের বিগ্রহ চুরি হয়েছে। গতকাল রাতে এই চুরি হয় বলে মন্দিরের প্রধান পূজারী অমর হরি দাস জানান। তিনি বলেন, রাত ১০টার সময় পূজা কার্যাদীর পর মন্দিরের তালা বন্ধ করে তার রুমে চলে যান। ভোররাত ৪টার সময় প্রার্থনার উদ্দেশ্যে মন্দিরের এলে দরজার তালা ভাঙ্গা দেখতে পান। পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে ইসকন’র প্রতিষ্ঠাতা প্রভুপাদের বিগ্রহ চুরির ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়েছেন বলে তিনি। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং-৭৯।