শাহীন হাসান, বরিশাল ॥ তিনি পুলিশের হবিলদার কিন্তু কোটিপতি। অডেল সম্পত্তির মালিক এই ব্যক্তির টাকার উৎস নিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে বরিশালের মুলাদী এলাকার ৫নং ওয়ার্ডে। ঢাকার রাজারবাগের শান্তিনগরে বসবাসরত এই কনেষ্টবল তার নিজস্ব ফ্লাটেই থাকেন, যার দাম অর্ধ কোটি টাকা। বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসস্টান্ড এলাকায় এই কনেষ্টবল আলাউদ্দিন ডালির নিজস্ব জমির প¬ট রয়েছে যেমনি রয়েছে তার মুলাদি বন্দরে একটি দো-তলা বিশিষ্ট দোকান ঘর। গ্রামের বাড়ি মুলাদীর বাসভবনটি তার ঢাকা থেকে নকশা করে তৈরী করা। গ্রামের লোকে যাকে খুলনার এরশাদ সিকদারের স্বর্নকমলের সাথে তুলনা করে থাকে। কিন্তু সেখানকার গ্রামবাসী জানেনা তার এই সম্পত্তির উৎস সম্পর্কে। তবে সবার ধারনা একই, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পিতার লুট-পাটের টাকাই তার গুপ্তধন। পিতা রাজাকার কমান্ডার মুজিদ ঢালি সে সময় ব্যাপক লুটপাট করেছেন যা দীর্ঘ বছর লুকিয়ে রেখে পিতার মৃত্যুর পর উম্নোচন করেছেন আলাউদ্দিন ঢালি। বুদ্ধিমান ঢালি লুটপাটের সে টাকা দিয়ে অতঃপর একটি মাদ্রাসাও করেছেন, যার নাম দিয়েছেন মরহুম চরমোনাই এর পীরসাহেব এর নাম অনুযায়ী মুলাদী ফজলুল উলুম মাদ্রাসা। ২০১০ সালে এটি নির্মান করে গ্রামবাসীর আস্থাও কেড়ে নেন তিনি। অডেল সম্পত্তির মালিক এই ডালি গ্রামের সাধারন মানুষদের ইদানিং সাহায্য সহযোগীতাও করছেন। এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন ঢালীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার সম্পত্তির কথা স্বিকার করে বলেন হা সবকিছুই থাকতে পারে তা আপনাকে কেন বলব?