বরিশালে ৪ শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন

বিশেষ প্রতিনিধি, বরিশাল ॥ বরিশাল মেট্রোপলিটনের ৪ থানা ৪টি ফাঁড়ি বাদে অতিরিক্ত ৪ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে নগরীতে। ঈদে যেন নগরীতে কোন রকম আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি র‌্যাব, ডিবি সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছে। নাড়ীর টানে বাড়ি ফেরার যাত্রীরা যেন নিরাপদে চলাচল করতে পারে। কোরবানির পশুর হাটে ছিনতাই, জাল টাকা এবং চাঁদাবাজদের হাত থেকে রা করার জন্য সাধারণ মানুষের নিরাপত্তার জন্য জোরালো পদপে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও এখন থেকে ঈদের দিন পর্যন্ত ৪ থানা ও ৩৫ ফাঁড়ির পুলিম সদস্য বাদে নগরীতে প্রায় ৪ শ’র মত পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে। এদের মধ্যে ৫ জন ইন্সপেক্টর, ৩৭ জন এসআই, এএসআই ও হাবিলবাদর ৬০ জন, কনেস্টেবল ২৪৫ জন, লেডিস পুলিশ কনেস্টবল রয়েছেন ১২ জন। এই সদস্যরা শুধুমাত্র ঈদের দিন পর্যন্ত। এছাড়াও ঈদের দিনে বাড়তি নিরাপত্তার জন্য আরো ১২৮ জন পুলিশ সদস্যরা মাঠে থাকবেন। বরিশাল মেট্রোপলিটন থানা এলাকায় কোন রকম মাদক দ্রব্য, অস্ত্রবাজ যেন প্রবেশ করতে না পারে তার জন্য ৫টি চেক পোষ্ট বসানো হয়েছে। ২টি কোতোয়ালী থানা অন্তর্ভুক্ত বাকি তিনটি কাউনিয়া, বন্দর ও বিমান বন্দর থানায় বসানো হয়েছে। এছাড়াও বিভিন্ন মার্কেটে ইভটিজিং, ছিনতাইকারী ধরতে সাদা পোশাকে মহিলা পুলিশ নামতে পারে বলে জানা গেছে। এছাড়াও গরু-ছাগলের হাট, মার্কেট, লঞ্চঘাট, বাস টার্মিনাল এলাকায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপ-পুলিশ কমিশনার জিল্লুর রহমান।