গৌরনদী ও আগৈলঝাড়ায় সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

নিজস্ব সংবাদদাতা ॥ ঈদের দিন সন্ধ্যায় বরিশালের গৌরনদীতে দু’দল গ্রামবাসী ও রাতে আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল, গৌরনদী ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি ও শরিফাবাদ গ্রামের কতিপয় যুবকদের সাথে হাডুডু খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরধরে ঈদের দিন সন্ধ্যায় কেবলারভিটা নামকস্থানে বসে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে উভয়গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত শাহ জালাল বেপারীকে বরিশাল শেবাচিম ও মিরাজ বেপারী, সিহাব উদ্দিন, মনির হোসেন, ওয়াহেদুজ্জামান, রাসেল ও সুমনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন রাতে গরুতে কপি চারা বিনষ্টের জেরধরে আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংর্ঘষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। গুরুতর আহত অনন্ত হালদার, পরেশ, সুরেশ, কবিতা রানী, সুসমা রানী, বিমলা রানী, নুপুর রানী হালদার প্রতিপক্ষ গ্র“পের সুশীল হালদার, আদিত্য, সুধীর, শ্যামল, সুকান্ত, বিধান, কালু, ববিতা রানী, সুকান্ত, সবিতা, পবিত্র রানী, পুতুল রানী, স্বরস্বতি, সুলেখা, শিপু রানী ও আলো রানী হালদারকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।