নিজস্ব সংবাদদাতা ॥ নতুন রূপে সজ্জিত হবে সাড়ে চার’শ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দির। বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ড সংলগ্ন মন্দির প্রাঙ্গনে গত ৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় এ ঘোষনা দিয়েছেন জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু ও অমৃত লাল দে কোম্পানী লিমিটেডের পরিচালক বিজয় কৃষ্ণ দে।
ঐতিহ্যবাহী এ মন্দিরটি অন্যত্র স্থান্তর করে নতুন রূপে সজ্জিত করার লক্ষে মন্দির কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক নারায়ন চন্দ্র দে, এডভোকেট দীপক লাল দত্ত, কালিয়া দমন গুহ, মনোজ কুমার গোমস্তা, নারায়ন ঠাকুর, সাংবাদিক গোপাল সরকার, প্রনব রঞ্জন বাবু দত্ত, প্রমা রানী দাস, প্রানতোষ দাস, অমর রায় প্রমুখ।