নিজস্ব সংবাদদাতাঃ ব্যপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে মুসলমান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা সোমবার দেশের সকল স্থানের ন্যায় বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়ায় সকাল ৮ টায় উপজেলা (হেলিপ্যাড) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে সরকারী ও বেসরকারী কর্মকর্তা-কর্মচারীরা ঈদের নামাজ আদায় করেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্নভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।