নিজস্ব সংবাদদাতাঃ দলীয় অভ্যন্তরীন কোন্দলের জেরধরে বরিশালের গৌরনদীতে বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীদের তোপের মুখে দ্রুত স্থান ত্যাগ করেছে কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। পরবর্তীতে তাকে অবাঞ্চিত ঘোষনা করে বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য, বরিশাল-১ আসনে বিএনপির পরাজিত প্রার্থী ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আজ বুধবার সকালে তার সমর্থকদের নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য মাহিলাড়া দিয়ে সরিকলের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে প্রথমে মাহিলাড়া ও পরে বাটাজোর বন্দরে গিয়ে তারা ঈদের শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির বিদ্রোহী গ্রুপের (আকন কুদ্দুস গ্রুপের) সমর্থকদের তোপের মুখে পরেন। বাটাজোর ইউনিয়ন যুবদলের সভাপতি রিপন রাঢ়ী জানান, বসন্তের কোকিলের ন্যায় ঢাকা থেকে মাঝে মধ্যে গৌরনদীতে এসে নেতা দাবিদার আব্দুস সোবহানকে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা অবাঞ্চিত ঘোষনা করেছে। তিনি আরো জানান, তৃনমূল নেতা-কর্মীদের তোপের মুখে সন্ত্রাসীদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসা সোবহান দ্রুত স্থান ত্যাগ করেছে। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে অবাঞ্চিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল বের করা হয়।