বরিশালে বিনা ছুটিতে অনুপস্থিত চিকিৎসদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত

উম্মে রুম্মান ॥ ঈদের ছুটি শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় ও ছুটি না নিয়েই কর্মস্থল ত্যাগ করায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, ইন্টার্নি চিকিৎসক, নার্স ও কর্মকর্তা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদ-উল-আজহা উপলক্ষে গত ৬ নভেম্বর থেকে সরকারিভাবে ছুটি শুরু হয়। যদিও রোগীদের চিকিৎসার স্বার্থে রোটেশনের ভিত্তিতে কিছু সংখ্যক চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা ঈদের সময়ও দায়িত্ব পালন করেছেন। গত ৮ নভেম্বর ছুটি শেষ হয়। অথচ এরপরও ছুটিতে যাওয়া প্রায় দেড়শ’ চিকিৎসক, ইন্টানী চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী গত বুধ ও বৃহস্পতিবার হাসপাতালে অনুপস্থিত ছিলো। যাদের মধ্যে গুরুত্বপূর্ণ পদের অধিকারী রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারও রয়েছে। ঈদের ছুটির ৩দিনে হাসপাতালে চিকিৎসাধীন ২৯জন রোগী মৃত্যু ঘটে। ছুটি শেষ হওয়ার পরও চিকিৎসকরা কর্মস্থলে যোগদান না করায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। এ অবস্থায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ছুটিভোগকারী রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, ইন্টানী ডাক্তার, আইএমও এবং ইএমওদের শোকজ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুর রশিদ এ তথ্যের সত্যতা স্বীকার করে জানান, বিনা অনুমতিতে ছুটি ভোগকারীদের প্রথমে শোকজ ও পরে বিভাগীয় ব্যবস্থ্যা গ্রহন করা হবে।