ফিরোজ মোস্তফা, বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবর রহমান সরোয়ার বরিশালের স্থানীয়, জাতীয় দৈনিক পত্রিকার ব্যুারো প্রধান ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিদের সাথে ঈদ পরর্বতী পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। আজ শনিবার দুপুর ১টায় নগরীর কাউনিয়া সাধুর বটতলা নিজ বাসভবনে এক অনাম্ভর পরিবেশে এ পুর্নমিলনী’র আয়োজন করেন। সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা আমাকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য সহযোগীতা ও পরামর্শ দিবেন । বিগত দিনে আমি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন সময়ে যে ভাবে আপনাদের লেখনীর মাধ্যমে সহযোগীতা করেছেন তা কোন দিন ভোলার নয়। যার ফলোশ্রুতিতে বরিশালের বিশ্ববিদ্যালয়,আধুনিক সার্কেট হাউজ, হার্ট ফাউন্ডেশন, নদী খাল পূর্ন খননের কর্মসূচি সম্পূনসহ বিভিন্ন কাজ করে আসতে পেরেছি। তিনি আরো বলেন আগামীতে আপনাদের সগযোগীতা নিয়ে বরিশালের যে কোন উন্নয়নের কাজ করতে চাই।
দুপরে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময়ে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক লিঠন বাসার,প্রেসক্লাব সাবেক সভাপতি এসএম ইকবাল, মীর মনিরুজ্জান, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, রির্পোটাস ইউনিটির সভাপতি আলী জসিম, সম্পাদক নজরুল বিশ্বাস, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জাকির হোসেন. সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মোস্তফা, সম্পাদক হাসান সরদার জুয়েলসহ সাংবাদিকবৃন্দ।