নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী থানা পুলিশ শনিবার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেনের বিরুদ্ধে একটি চুরির মামলায় আদালত ওয়ারেন্ট জারি করে। ওয়ারেন্ট জারির পর থেকে ছাত্রলীগ নেতা শাহাদাত পলাতক ছিলো। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশ ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনকে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করেছে।