আর্কাইভ

বরিশালের তৈয়বআলী পা হারালেন ঢাকা যাবার পথে

শুভব্রত দত্ত, বরিশাল ॥ বরিশাল লঞ্চঘাটে এক বৃদ্ধ অসাবধানতার কারনে তার একটি পা হাড়ায়। দূঘটনা কবলিত মোঃ তৌয়ব আলী’র বাড়ি উজিরপুর উপজেলাপল্লিতে। শুক্রবার বিকেল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে বরিশাল লঞ্চঘাটে এসে তরীঘড়ি করে এমভি পারাবাত-২ লঞ্চ থেকে এমভি কালাম খান লঞ্চে লাফ দিয়ে উঠার সময় তার একটি পা দুই লঞ্চের মাঝে আটকে যায় এবং কাটা পড়ে। এ সময় লঞ্চ দুটির মধ্যেকার কালাম খান পারাবাত লঞ্চ ঘেষে ঘাটে নোঙ্গর করছিল। বৃদ্ধ মোঃ তৌয়ব আলীর স্বজনেরা এ ঘটনায় হতভম্ভ হয়ে পরে। অন্য দিকে রক্তাক্ত তৌয়ব আলী পা হাড়িয়ে কাতরাচ্ছিল। লঞ্চঘাটে দ্বায়িত্বরত নৌ-ফাড়ী পুলিশ তাকে দ্রুত শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।

আরটিপি’র টিএসআই মোঃ মোসারেফ হোসেন জানান আহত বৃদ্ধ তৌয়ব আলীর শেবাচিম চিকিৎসাধিন রয়েছে। তার ভুলের কারনেই তিনি দূঘটনায় পতিত হন।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button