ভোলায় ভয়াল ১২ নবেম্বর স্মরনে বিভিন্ন কর্মসূচী

বিশেষ প্রতিনিধি ॥ ভোলায় ৭০ এর ১২ নভেম্বরের ভয়াল জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে বিভিন্ন সংগঠন আলোচনা, শোক র‌্যালি ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে। গতকাল শনিবার বিকালে নতুন বাজার কবি মোজাম্মেল হক টাউন হল চত্বরে সর্বদলীয় স্মরণ সভায়  ভোলাসহ উপকূলবাসীকে রক্ষায় সরকারের কাছে ৮ দফা দাবি তুলেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি ও উপকূলীয় অঞ্চল রক্ষা কমিটির আহ্বায়ক কৃষক মো: সাদেক। এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, কৃষক মুক্তি আন্দোলনের নেতা কৃষক মোঃ ছাদেক, মহিউদ্দিন চৌধুরী, মোঃ শিমূল চৌধুরী প্রমুখ।

অপর দিকে জেলা বিএনপির আয়োজনে র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে সন্ধ্যার পর ১২ নভেম্বরের জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান, জেলা বিএনপি সম্পাদক মোঃ ফারুক মিয়া, পৌর বিএনপি সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, যুবদল সম্পাদক হেলাল উদ্দিন, ছাত্রদল সভাপতি খন্দকার আল-আমিন, ছাত্রদল সম্পাদক মিজানুর রহমান মাসুদ প্রমূখ।