বিশেষ প্রতিনিধি ॥ কলাপাড়ায় পৃথক পৃথক সংঘর্ষে গতকাল শনিবার কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় ডাক্তাররা একজনকে তাৎক্ষনিক বরিশাল প্রেরন করেছে।
কলাপাড়া হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা চাইতে গেলে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় গতকাল শনিবার দুপুরের দিকে সুবেল ও তার দলবল নিয়ে হামলা চালিয়ে ব্যবসায়ি মিজানুর রহমান ফরাজী (২৭)কে গুরুতর আহত করে। এছাড়া লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার প্রতিপক্ষের হামলায় আমজেদ পাহলান (৪৫) গুরুতর জখম হয়। ওইদিন হাডুডু খেলাকে কেন্দ্র করে খাপড়াভাঙ্গা ইউনিয়নের লোকমান গাজী (৩২) আহত হয়েছে। একই দিনে কলাপাড়া পৌর শহরে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় রফিকুল ইসলাম (৪০),রাজু চৌধুরী (৩০), সালাউদ্দিন (৬৫)কে গুরুতর জখম অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ব্যবসায়ি মিজানুর রহমান ফরাজীকে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক বরিশাল প্রেরন করেছে।