বরিশাল জেলার নারী নির্যাতন বিষয়ক মামলা কমছে

শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল জেলা ও মেট্টোপলিটন থানায় সেপ্টেম্বর মাসে নারী নির্যাতন মামলা হয়েছে ২৮টি।  কমেছে ১টি। আগস্ট মাসে ছিলো ২৯টি। গড়ে প্রায় ১টি নারী নির্যাতন মামলা হচ্ছে থানাগুলোতে। এক্ষেত্রে বেড়েছে ৬টি থানায় ৯টি। থানাগুলো হলো এয়ারপোর্ট থানায় ২টি, বাবুগঞ্জ ১টি, উজিপুর ২টি, বাকেরগঞ্জ ২টি, বানারিপাড়ায় ২টি। এরমধ্যে কমেছে ২টি থানায় ১০টি মামলা। তাহলো মডেল থানায় ৪টি, কাউনিয়া থানায় ১টি। সেইসাথে অপরিবর্তনীয় রয়েছে গৌরনদী, মেহেন্দিগঞ্জ, হিজলা থানায় মামলার সংখ্যা। সেপ্টেম্বর মাসে নারী নির্যাতন মামলা হয়নি আগৈলঝাড়া বন্দর থানা এবং মূলাদী থানায়। শেবাচিমসূত্রে দেখা যায়, দৈনিক প্রায় ৩জন রোগী ভর্তি নারী নির্যাতন সর্ম্পকিত ঘটনায়। কিন্তু এরমধ্যে অনেকগুলো স্থানীয় থানাগুলোতে মামলা কিংবা অভিযোগ না দিয়ে সরাসরি শেবাচিমের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকে এরপর স্থানীয় এবং পারিবারিক শালিসির মাধ্যমে সুরাহা হয়।

বরিশাল জেলা আইনশৃংখলা কমিটির সভায় জানা যায়, মাসে নারী নির্যাতন মামলা আশানুরুপ ভাবে কমেনি সেক্ষেত্রে অপরিবর্তনীয় বলা যেতে পারে কারন মাত্র ১টি মামলা কমেছে।

পুলিশকমিশনার জানায় আইন শৃংখলা বাহিনীর তৎপরতার কারণেই নারী নির্যাতন মামলা অনেকটাই কমেছে তবে ভবিষ্যতে আরো সচেষ্ট ভূমিকা রাখা হবে এক্ষেত্রে।