জলবায়ুর ন্যায্যতা দিবসে বিষখালী নদীতে র‌্যালী

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জলবায়ু ন্যায্যতা দিবসে জাতিসংঘের মহাসচিব বানকি মুনসহ বিশ্ববাসীর সহযোগিতার দাবীতে বিষখালী নদীতে নেমে রোববার সকালে এক প্রতিকী র‌্যালীর আয়োজন করে বরগুনার গুলিশাখালী গ্রামের দরিদ্র অধিবাসীরা। বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ প্রায় ৫০টিরও অধিক দেশের প্রতিনিধিরা ১৩ নভেম্বর ঢাকায় এক জলবায়ু বিপদাপন্ন সভায় মিলিত হন। ২৯ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হবে জাতিসংঘ জলবায়ু সম্মেলন। এসব সম্মেলনে যেন জলবায়ু পরিবর্তনের কারনে সর্বোচ্চ বিপদাপন্ন বাংলাদেশের বিষয়ে গুরুত্ব সহকারের বিবেচনা করা হয়, সে উদ্দেশ্যে স্থানীয় উন্নয়ন সংগঠন জাগোনারী, মানবাধিকার সংগঠন হিউমেনিটি ওয়াচ এবং সিএসআরএল এর সহযোগিতায় বিষখালী নদীতে ভিন্নধর্মী এ র‌্যালীর আয়োজন করে বিষখালীপাড়ের অধিবাসীরা। প্রসঙ্গত ‘অস্তিত্বের প্রশ্নে আপোষ নয়। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা করব।’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বরগুনাসহ উপকূলের ১০টি জেলায় রোববার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জলবায়ু ন্যায্যতা দিবস পালিত হয়।