সিডর ও আইলায় নিহত ব্যক্তিদের বিধবা নারীদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ॥ সিডর ও আইলায় নিহত ব্যক্তিদের বিধবা নারীদের এবং নিহত জেলে পরিবারদের ক্ষতিপূরন ও পুণর্বাসনসহ পাঁচ দফা দাবীতে বিধবা দশজন নারীর প্রতীকী উপস্থাপনে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালিত। জলবায়ু ন্যায্যতা দিবস পালন উপলক্ষে সিএসআরএল এর সহযোগীতায় শাপলা ফুল সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র আয়োজনে গতকাল রবিবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সম্মুখ সড়কে বিধবাদের ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে, উন্নত বিশ্বের কার্বন নির্গমন কমাতে বাধ্য করো, জলবায়ু ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরন দাও, জলবায়ু-বাস্তুচ্যূতদের অভিবাসনের অধিকার দাও, জলবায়ু তহবিলে বিশ্ব ব্যাংকের অন্তর্ভূতি বাতিল করো ও কার্বন বানিজ্য বন্ধ করো দাবী সমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম.দেলোয়ার হোসেন দিলিপ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বরন দাস, শাপলাফুলের নির্বাহী পরিচালক নার্গিস আরা বায়েজীদ প্রমুখ। মানববন্ধনে প্রতীকী বিধবা দশ নারী নুরজাহান বেগম, মমতাজ বেগম, নুপুর, আছিয়া খাতুন, হাছিনা বেগম, ঝুমুর বেগম, মালেকা বেগম, ছালেয়া বেগম, আখিনুর বেগম, মরিয়ম বেগম ও নাছিমা বেগম সহ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।