বাউফলে ছাত্রদল ও যুবদল কর্মীদের তান্ডব ॥ আ’লীগ অফিস ভাংচুর

বরিশাল প্রতিনিধি ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে জামাল নামে এক যুবলীগ নেতাকে মারধর ও উপজেলার বিলবিলাস বাজারের আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবিসংযুক্ত পোষ্টার ছিরে ফেলে এবং অফিসের আসবাব পত্রের ব্যাপক ভাংচুর করে স্থানীয় বিলবিলাস বাজারে উল্লাস করেছে ছাত্রদল নেতা ইসমাইলের নের্তৃত্বে ছাত্রদল ও যুবদল কর্মীরা। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নরেশ চন্দ্র কর্মকার সাংবাদিকদের জানান, রোববার দুপুরে উপজেলার বিলবিলাস বাজারে সদর ইউনিয়নের ছাত্রদল সভাপতি ইসমাইল গাজীকে মটর সাইকেল ভাড়া না দেওয়ায় মটর সাইকেল চালক বাউফল ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক জামালকে বেধরক পেটাতে থাকে সে ও তার দলবল। এক পর্যায়ে জামাল আতœরক্ষার জন্য স্থানীয় আওয়ামী লীগ অফিসের মধ্যে ঢুকে পরলে ইসমাইলের নেতৃত্বে প্রায় ২৫/৩০ জনের ছাত্রদল ও যুবদলের একটি দল ওই অফিসে হামলা চালিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টার ছিড়ে ফেলে এবং অফিসের আসবাবব পত্রের ব্যাপক ভাংচুর করে । এ ঘটনায় ইসমাইল গাজীকে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্ধে দ্রত বিচার আইনে বাউফল থানায় একটি মামলা (মামলা নং-১৭)রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত যুবদল নেতা সাকিল (২৬) ও ছাত্র দল নেতা সাগর (২২)কে গ্রেফতার করেছে।