বরিশাল ও বাকেরগঞ্জ থেকে দু’ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী আটক

বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিন দুধল মৌ এলাকায় মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে পালানোর সময় জনতা দু’ছিনতাইকারীকে আটকে র‌্যাবে সোপর্দ করেছে। এছাড়া নগরীর বান্দ রোড থেকে র‌্যাব এককেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কালুকে আটক করেছে।
পটুয়াখালীর দশমিনার আব্দুর রহমান ও তার মামাতো ভাই মুত্তাকী বিল¬াহ ঢাকা যাওয়ার জন্য শনিবার রাতে লেবুখালী ফেরীঘাট থেকে জসিমউদ্দিনের ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। দুধল মৌ এলাকার শহিদ আকনের বাড়ি অতিক্রমকালে একটি মোটরসাইকেলযোগে ৩ ছিনতাইকারী পিছন দিক থেকে ওভারটেক করে তাদের পথরোধ করে।
ছিনতাইকারীরা ভয়ভীতি দেখিয়ে আব্দুর রহমানের কাছ থেকে ১২ হাজার টাকা এবং তার মামাতো ভাইয়ের কাছ থেকে দেড় হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে থাকে। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে বাকেরগঞ্জের বাকলকাঠি এলাকার আলাউদ্দিন হাওলাদার ও নলছিটি পৌর শহরের ফায়ার সার্ভিস রোডের জাকিয়া মঞ্জিলের মামুনুর রশিদকে আটকে র‌্যাবে সোপর্দ করে। এ সময় তাদের সহযোগী নলছিটির তেওলা এলাকার মাহফুজ রাঢ়ী পালিয়ে যায়।
এদিকে গতকাল সোমবার র‌্যাব বরিশাল নগরীর বান্দ রোডের নিউ ধানসিড়ি মটরসের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ সোহাগ হাওলাদার কালু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে ঝালকাঠি সদর উপজেলার কেস্তাকাঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।