নিজস্ব সংবাদদাতাঃ নানা বাড়িতে বেড়াতে এসে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত বাগধা গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার সাতলা গ্রামের জাহিদ বিশ্বাসের দু’বছরের শিশুপুত্র ফাহিম বিশ্বাস গত দু’দিন পূর্বে মায়ের সাথে বাগধা গ্রামের নানা মোশারফ সরদারের বাড়িতে বেড়াতে আসে। আজ মঙ্গলবার দুপুরে খেলার ছলে পরিবারের সবার অজান্তে শিশু ফাহিম বাড়ির পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে পুকুর থেকে শিশু ফাহিমকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে।