নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার নন্দপট্টি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইঙ্গুল আলী সরদার (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেলে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…….রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ রাতে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। তার মৃত্যুতে প্রাথমিক ও গণ শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও গৌরনদী ডট কম-এর সম্পাদক খোকন আহম্মেদ হীরা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।