প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥ বোনের দায়ের করা মামলা পরিচালনা করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে আগৈলঝাড়ার এক যুবক এখন মৃত্যু শয্যায়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে আগৈলঝাড়ার সীমান্তবর্তী গৌরনদী থানার খাঞ্জাপুর ইউনিয়নে পূর্ব ডুমুরিয়া গ্রামের এছাহাক হাওলাদারের মেয়ে পলির সাথে একই গ্রামের কালাম বেপারীর পুত্র আফজাল বেপারী প্রতারনার ফাঁদ পেতে ৪ বছর পূর্বে পলির সাথে দৈহিক মেলামেশার এক পর্যায়ে দেড় বছর পূর্বে একটি পুত্র সন্তান ভূমিষ্ট হয়। স্থানীয় শালিস ব্যবস্থা না মানায় পলি আদালতে আফজালের বিরুদ্ধে মামলা দায়ের করে। পলির বড়ভাই এরশাদ হাওলাদার বোনের মামলা তদবির করায় আফজাল মামলা তুলে নিতে এরশাদ ও পলিকে একাধিকবার ভয়ভীতি দেখায়। ঐ প্রতিশোধ নিতে সোমবার সন্ধ্যায় এরশাদ পার্শ্ববর্তী ভালুকসী বাজারে আসলে পূর্ব পরিকল্পিতভাবে আফজাল তার সহযোগী চিহ্নিত সন্ত্রাসী মনির হাওলাদার, মোশারফ হাওলাদার, শাহাদাৎ ফকির এরশাদের পথরোধ করে খুনের উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে পেটের ভুরী বের করে ফেলে। মুমূর্ষ আবস্থায় এরশাদকে প্রথমে গৌরনদী হাসপাতাল, পরে শেবাচীমে ভর্তি করা হয়। এরশাদের পিতা এচাহাক জানান শেবাচীম থেকে উন্নত চিকিৎসার জন্য এরশাদকে আজই ঢাকা নেওয়া হবে।