শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ আমাদের নগরী আমরা স্বাস্থ্যসম্মত রাখব। গতকাল বরিশাল ক্লাবের অডিটরিয়াম কক্ষে স্বাস্থ্যসম্মত নগরী গড়ার লক্ষ্যে স্কুল হাইজিন প্রমোশন কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। আরও উপস্থিত ছিলেন জেলা সহকারি শিক্ষা কর্মকর্তা নাহার আফরোজ, বিভাগীয় সমন্বয়কারী (ইউনেসেফ) তৌফিক আহমেদ, প্রধান শিক্ষক নওগা মাধ্যমিক বিদ্যালয় ফারুক হোসেন, সুলতান মাহামুদ কমিশনার ২৫ নং ওয়ার্ড। বক্তারা বলেন, শিশুর আগামী ভবিষ্যত সুন্দর করার জন্য শৈশব হচ্ছে উপযুক্ত সময়। শিশুরা যে স্থানে বিচরন করে প্রথমে সেই স্থান শিশুবান্ধব করতে হবে। তারা আরও বলেন স্যানিটেশন ও নিরাপদ পানির যাদে সকল ছাত্র-ছাত্রী ব্যবহার করে এ জন্য শিক্ষকদের সচেতনতা দরকার। মেয়র বলেন, শীঘ্রই সিটি কর্পোশেন ও ইউনেসেফ এর উদ্যোগে বরিশালের ৮১টি প্রাইমারী স্কুলে স্যানিটেশন সুবিধা দেয়া হবে। এবং সেই সঙ্গে প্রত্যেক স্কুলে সাবান, হারপিক, ময়লার ঝুড়ি ইত্যাদি উপকরণ দেয়া হবে। এর আগে সকাল ৯টায় মেয়রের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।