শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ অসামাজিক কার্যকালাপের দায়ে এক কপোত যুগলকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। জানাগেছে, উজিরপুরের বেল্লাল (৩০) এবং কোতয়ালী থানার অন্তর্ভূক্ত কালীবাবুর খেয়াঘাট এলাকার লাইজু (৩০) ১৬ নভেম্বর দিবাগত রাতে লঞ্চঘাট এলাকায় একটি বন্ধ রুমে অসামাজিক কর্মকান্ড করায় এস.আই দেলোয়ার তাদের আটক করে এবং ৭৭ ধারায় তাদের গতকাল আদালতে প্রেরন করা হয়।