স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী শ্রীঘরে

শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী বেলাল (৩০) শ্রীঘরে। গতকাল সন্ধার আগে বেলালকে কোতয়ালী থানার এস.আই আনিছুর রহমান আটক করে থানা হেফাজতে রাখেন। মামলা সূত্রে জানা গেছে, বরিশাল নগরের ২৫ নং ওয়ার্ডের সাগরদী এলাকার কারিকর বিড়ি কারখানা সংলগ্ন বেলাল তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে। বেলাল পেশায় একজন রাজমিস্ত্রি। তার স্ত্রী রোজিনা আগে বিড়ি কারখানায় শ্রমিকের কাজ করত। কিন্তু বিভিন্ন অজুহাতে বেলাল তার স্ত্রী রোজিনাকে মারধর করত। বেলালের স্ত্রী চাহিদা মতো টাকা পয়সা না দিতে পারলে তাকে শারিরীক নির্যাতন করত।  গত ২৭ অক্টোবর বেলাল রোজিনাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। এ ঘটনায় রোজিনা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করে (যার নং-৩৬)। এ ব্যাপারে আটককৃত স্বামী বেলালের কাছে জানতে চাইলে তিনি জানান, সে পেশায় একজন রাজমিস্ত্রি হওয়ায় সৃজন অনুযায়ী কাজ করে। কিছুদিন আগে বেলালের হার্নিয়া নামক লোগের লক্ষণ দেখা দেয়। এতে করে সে ধীরে ধীরে আক্রান্ত হয়ে পড়ে। ফলে গত ২৫ অক্টোবর বেশি অসুস্থ্য হয়ে পড়লে অপারেশন করতে প্রায় ১০ হাজার টাকার প্রয়োজন হয়। ওই টাকা যোগানোর জন্য বেলাল ঘরে থাকা সেলাই মেশিন বিক্রি করতে চাইলে স্ত্রী রোজিনার সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে বেলাল মেশিনটি ৪ হাজার টাকা বিক্রি করে দেয়। মেশিন বিক্রি করায় তার স্ত্রী রোজিনা বেলালের উপর চড়াও হয় এবং তাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ  করে এতে রাগে বেলাল তার স্ত্রীকে চড়, লাথি মারে। এ ঘটনায় রোজিনা রাগ করে বাপের বাড়ীচলে যায়। বেলাল ২৯ অক্টোবর বেশি অসুস্থ্য হয়ে  পড়লে শেবাচিমে তার অপারেশন হয়।