বরিশালের মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে

আহমেদ জালাল, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জের মেঘনা নদীতে ড্রেজিং মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এ যেন দেখার কেউ নেই। উত্তোলনকারীরা ইজারাদার না হয়েও বালু উত্তোলন করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে বরিশাল জেলা প্রশাসকের নিকট অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সুপার ও কোস্ট গার্ড কে এহেন বিষয়টি অবহিত করা হয়েছে।। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন দক্ষিন বাংলা বলগেট মালিক সমিতি।

জানা গেছে, কয়েক দিন ধরে মেঘনা নদীতে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এ কাজের সঙ্গে সম্পূক্তরা হলেন বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডের বাসিন্দা নুর মোহাম্মাদের পুত্র মোঃ জাহিদ হোসেন, মেহেন্দিগঞ্জের তেতুলিয়া এলাকার ওজিউদ্দীন’র পুত্র  নুরুল ইসলাম, চাঁদপুরের কোরালিয়া এলাকার মৃত্যু আমান উদ্দীনের পুত্র নজরুল ইসলাম, লক্ষীপুরের চরউপাধি এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র মাহফুজ পিটার। চক্রটি’র বালু ক্রয় করার জন্য  অতিসম্প্রতি দক্ষিন বাংলা বলগেট মালিক সমিতি’র সদস্যদের বলগেটের সারেং সুকানীদের মারধর করে। এরকম পরিস্থিতি বিরাজমান থাকায় যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

 

দক্ষিন বাংলা বলগেট মালিক সমিতির  অভিযোগকারীদের মধ্যে রয়েছে মজিবর রহমান, মুক্তি বাবু, তারেক বিন, মোঃ আলী হোসেন, রফিকুল ইসলাম, সোহাগ, মোকছেদ, শফিক শিকদার, কামাল চৌধুরী, নুর নবী। অভিযোগকারীরা জানান, এই চক্রটি অনেকটা জল দস্যুদের ন্যায় শক্তি প্রয়োগ করছে। তারা জিম্মী করে বালু বিক্রি করছে। তাদের বালু না কিনলে বেপরোয়াভাবে আক্রমনও করে। এদিকে দক্ষিন বাংলা বলগেট সমিতির প্রশ্ন প্রশাসনকে অবহিত করার পরও অবৈধভাবে বালু উত্তোলন করছে। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।