বরিশালের বাবুগঞ্জের ৬ জেডিসি পরীক্ষার্থী অসুস্থ্য

উম্মে রুম্মান, বরিশাল ॥ মানসিক রোগে আক্রান্ত হয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ জেডিসি পরীক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা সবাই উপজেলার পশ্চিম ভুতুরদিয়া আলিম মাদ্রাসার ছাত্রী। শনিবার সকাল ১০টায় দিয়ে তাদের গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। অসুস্থ পরিক্ষার্থীরা হলেন – শারমিন (১৩), আফিফা (১৩), আনিচা (১৩), কল্পনা (১৩), নার্গিস (১৩) ও মৌসুমি (১৩)। 

চিকিৎসকরা জানিয়েছেন ‘গন খিচুনি’ নামক মানসিক রোগে আক্রান্ত হয়েছেন তারা। তবে পরীক্ষার্থীদের পরিবারের দাবী পিঠা খেয়ে পেটের পিড়ায় আক্রান্ত  হয়েছেন। আফিফার বড় ভাই মহিউদ্দিন জানান, পশ্চিম ভুতুরদিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থীদের কেন্দ্র পরেছে একই উপজেলার খানপুরা দাখিল মাদ্রাসায়। পরীক্ষায় অংশ নেয়ার জন্য পরীক্ষা কেন্দ্র সংলগ্ন  হারুন উর রশীদের একটি বাসা ভাড়া নেয় ৬ সহপাঠী। শুক্রবার রাতে  তার (মহিউদ্দিন) শ্যালক আঃ রশিদ ও জেডিসি পরীক্ষার্থী ইউসুফ চিতাই পিঠা ও সরিসা ভর্তা নিয়ে ওই বাসায় যায়। চিতাই পিঠা ও সরিসা ভর্তা খেয়েই পেটের পিড়ায় আক্রান্ত হয় ওরা (৬ পরীক্ষার্থী)। পরে খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে আসা হয় । তবে শেবাচিম হাসপাতালের চিকিৎসক ভাষ্কর সাহা ও এইচএম সরকার জানান, তারা পেটের পিড়ায় আক্রান্ত হয়নি। কারন তাহলে তাদের বমি আসতো। এমনকি তাদের পেটে বিষক্রিয়া সৃষ্টিকারী কিছুই পাওয়া যায়নি। চেতনানাশক ঔষধ খাওয়ালে তাদের ঘুম আসতো। তবে এরও কোন লক্ষন নেই। তারা মানসিক রোগে আক্রান্ত হয়েছে। যাকে বলা হয় ‘গণখিচুনি’। এরোগে একজন আক্রান্ত হলে তাকে দেখে অন্যরাও আক্রান্ত হয়।

অপরদিকে  এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিবের সাথে আলাপ কালে তিনি জানান,বিষয়টি রহস্যে জনক হতে পারে বলে মন্তব্যে করেন। তবে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে এর রহস্যে উদঘাটন করা হবে।