বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

উম্মে রুম্মান, বরিশাল ॥ শনিবার লিট চাইল্ড স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বেলা এগারোটায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করেন, বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন বাবুল। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের চেয়ারম্যান ভাস্কর রঞ্জন। বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাব সাধারন সম্পাদক ও লিট চাইল্ড স্কুলের সচিব স্বপন দাস, পৌর কাউন্সিলার সুকদেব বিশ্বাস পাভেল, স্কুলের পরিচালক জয়দেব হাওলাদার, আজকালের খবর পত্রিকার প্রতিনিধি রেজাউল ইসলাম টিটু, স্কুলের উপদেষ্টা রিমা জামান, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, অধ্যক্ষ আতাহার উদ্দিন, অবিভাবক কল্পনা প্রমূখ।
প্রথম শ্রেনীর শিক্ষার্থী বিক্রম কুমার দে, রূপা দেবনাথ, রিতীকা কর্মকার, জনিবা জবা, দ্বিতয়ি শ্রেণীর ইনসারা ইসতাক, শাহারীয়ার তাসমিন, তৃতীয় শ্রেণীর সামিউন নাহার লিসা, সাইদা আরফিন সুমা, জোবায়দা বিনতে মোস্তফা তন্নী, চতুর্থ শ্রেণীর পিয়াসী তালুকদার ও তনশ্রী হাওলাদারকে বৃত্তি প্রদান করা হয়েছে। পৌর মেয়র শাহাদাত হোসেন বাবুল স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি গভীর নলকূপ, স্টীল আলমীরাসহ অনুসাঙ্গীক জিনিসপত্র প্রদানের আশ্বাস দিয়েছেন।