এফএও উপ-মহাপরিচালক ও স্পেনের রাষ্ট্রদূত বরগুনায়

উম্মে রুম্মান, বরিশাল ॥ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উপ-মহাপরিচালক মানজ জুনেজা, স্পেনের রাষ্ট্রদূত লুই তেজাদা, ইউএন সমন্বয়কারী নীল ওয়াকার, ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর ক্রিষ্টা রাডার, ইউনিসফ’র ডেপুটি ডিরেক্টর মিশেল সেইন্ট লট ও এফএও’র প্রতিনিধি ডোমিনিক বার্জিয়ান শনিবার সকালে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ও রামনা ইউনিয়ন’র গর্ভবতী নারী ও শিশুদের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুরতাজা আহসান মামুন, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, সুশীলন কর্মকর্তা মোস্তফা নুরুজ্জামান প্রমূখ। বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ও রামনা ইউনিয়নে ইউনিসেফ, ডব্লিউএফপি এবং এফএও এর সহযোগিতায় সুশীলন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সকাল সাড়ে নয়টায় সি-প্লেন যোগে বরগুনার বামনা উপজেলার রামনা পৌছেন সফরকারী দল। পরে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন ও উপকারভোগীদের সাথে বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়ির আঙ্গিনায় সবজি চাষ পরিদর্শন শেষে সকাল সাড়ে ১১টার দিকে বরগুনার ত্যাগ করেন।

অপুষ্টিতে ভূক্তভোগী এবং অস্বচ্ছল ৬৭১ জন মা ও শিশুকে (মা-১০৫জন+শিশু-৫৬৬) বাছাই করে এই প্রকল্পের আওতাভূক্ত করা হয়েছে। এসব সুফলভোগীদের পুষ্টিকর খাবার, কৃষি উপকরণ এবং আয়বর্ধক উপকরণসহ ছাগল প্রদান করা হয়েছে।