সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিপিসহ ৫ ছাত্রের ছাত্রত্ব বাতিল

বরিশাল প্রতিনিধি ॥ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের ভিপি, সংসদের সদস্যসহ বিভিন্ন বর্ষের ৫ ছাত্রের ছাত্রত্ব রোববার বাধ্যতামূলকভাবে বাতিল ঘোষনা করেছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর গনেশ চন্দ্র অধিকারী।

কলেজ সূত্রে জানাযায়, ছাত্র সংসদ ভিপি ফয়সাল মাহাবুব শুভ ৪ মে কলেজে ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কক্ষে অনধিকার প্রবেশ করে সরকারি বি,এম কলেজ, বরিশাল থেকে আগত বহিঃপরীক্ষক শাহ সাজেদার সাথে চরম দুর্ব্যবহার করে।

এছাড়া ২০ সেপ্টেম্বর ভিপির নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক ছাত্র-অছাত্র সন্ত্রাসী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে ভাংচুর চালায় এবং তাকে হত্যা-জখমের ভয় দেখিয়ে এবং অস্ত্র ঠেকিয়ে পূর্বের (১৩.০৯.১১) আইন সংগত ভাবে ভেঙ্গে দেওয়া ছাত্র সংসদ পুনর্বহালের পূর্বেই তাদের দ্বারা তৈরী করা ঘোষনাপত্র সহ অন্যান্য কাগজপত্র এবং ব্যাংক চেকে জোর পূর্বক স্বাক্ষর করিয়ে অর্থ উত্তোলন করে। এ ঘটনার জের ধরে কলেজ একাডেমীক কাউন্সিলের সুপারিশ মোতাবেক উক্ত ভিপিকে কারণ দর্শানোর দু-দু’বার নোটিশ প্রদান করলে তার জবাব সন্তোষ জনক হয়নি। এরই প্রেক্ষিতে গত রোববার ৪র্থ বর্ষ অনার্স ইংরেজি বিভাগের (শ্রেণী রোল-১৬২৫) ছাত্র ও ছাত্র সংসদের প্রাক্তন ভিপি ও জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাহাবুব শুভসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মোঃ মামুন সিকদার (৩য় বর্ষ, রাষ্ট্র বিজ্ঞান, শ্রেনী রোল-১২৯৯), আবু হানিফ (২য় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, শ্রেনী রোল-২০১১), পার্থ সাহা (রাষ্ট্র বিজ্ঞান, ১ম বর্ষ, রোল নং-১২৮৯) ও মোহাই মিনুল ইসলাম (একাদশ, মানবিক শাখা, রোল নং-৬৬৩) কলেজ অধ্যক্ষ উলে¬খিত ৫ ছাত্রের বিরুদ্ধে বাধ্যতামূলক ছাত্রত্ব বাতিলের ঘোষনা করেন।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে ভিপি শুভ সাংবাদিকদের জানান, আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় কলেজ অধ্যক্ষের এ ধরনের কঠিন সিদ্ধান্ত নেয়া সমীচীন হয়নি বলে তিনি দাবী করেন।