বরিশাল প্রতিনিধি ॥ বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এম এ বারী বাদলকে সভাপতি, বুড়িরচর ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও ঢলুয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম বরগুনা জেলা কমিটি গঠন করা হয়েছে। রোববার আরডিএফ অডিটোরিয়ামে এক সভার মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বদরখালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহাবুব রহমান টুলু, জাকারিয়া আলম প্রমূখ।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- আবু জাফর, মোঃ মোশাররফ হোসেন ও নুর আফরোজ হেপী সহ-সভাপতি, জাকির হোসেন তপন, সাইতুল ইসলাম লিটু মৃধা ও কেএম শফিকুজ্জামান মাহফুজ সহ-সাধারণ সম্পাদক, আক্তারুজ্জামান বাদল খান অর্থ সম্পাদক, মীর নুরুল হক প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাহানারা বেগম মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ শাহজাহান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মোঃ মনিরুল ইসলাম ক্রীড়া সম্পাদক, এনামুল হক হিরু সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আলাউদ্দীন পল্টু দপ্তর সম্পাদক, আবদুল হাকিম শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আফজাল হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক। বাকীরা সকলে কার্যনির্বাহী সদস্য।