ওসিসহ ২জনকে আদালতে কারন দর্শানোর নোটিশ

বরিশাল প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটিতে আদালতে আদেশকে উপেক্ষা করে বিরোধীয় জমির ধান কাটায় বিবাদী পক্ষকে সহযোগীতা করার অভিযোগে নলছিটি থানার ওসিসহ ঐ মামলার তদন্তকারী কর্মকর্তাকে স্বশরীরে উপস্থিত হয়ে কারন দর্শানোর নোটিশ করেছে আদালত। বাদী মোঃ মোশারফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে গতকাল নলছিটি সহকারী আদালতে বিচারক মাকসুদুর রহমান এ নোটিশ দেন।

এজাহার সূত্রে জানাগেছে, নলছিটি উপজেলার তেওতা গ্রামের মোশারফ হোসেনের সাথে একই গ্রামের শংকর দাসের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে মোশারফ হোসেন বাদী হয়ে  গত বছর শংকর দাসের নামে মামলা (নং ১১৪/২০১০) দায়ের করে। এর প্রেক্ষিতে গত বছরের ২৪ নভেম্বর আদালত ঐ জমির উপর নিষেধাজ্ঞা জারী করে। কিন্তু আদালতের আদেশ উপেক্ষা করে ১৭ নভেম্বর ৪ নং আসামী মামলার তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামের প্রত্যক্ষ সহযোগীতায় ঐ জমির ধান কেটে নিয়ে যায়। এ সময় বাদি পক্ষ বাধা দিলে এস আই নজরুল  প্রকাশ্যে বাদিকে হুমকী দিয়ে বলে ‘আদালতের আদেশ আদালতে, কিন্তু সরেজমিনে থানা পুলিশ যে আদেশ দিবে তা মানতে হবে। নইলে একটি হত্যা মামলায় অন্তর্ভুক্ত করে দিব’। ২০ নভেম্বর নলছিটি সহকারী জজ আদালতে এভিডেভিটের মাধ্যমে মোশারফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে গতকাল আদালত এ আদেশ দেন।