বরিশাল প্রতিনিধি ॥ র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় আজ সোমবার নির্ধারিত দিনে ঝালকাঠীর আদালতে ঝলকাঠির রাজাপুরের কলেজ ছাত্র লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি । একই অভিযোগে পৃথক চার্জশিটভূক্ত লিমনের সাথে থাকা আরো ৭ আসামীর বিরুদ্ধে আদালতে দেয়া গ্রেপ্তারী পরওয়ানা তামিল করতে না পারায় আজ অভিযোগ গঠন হয়নি। ঝালকাঠী বিশেষ ট্রাইবুলান দ্বিতীয় আদালতের বিচারক মোঃ সিদ্দুকুল আরেফিন চৌধুরী আগামী বছরের (২০১২ সালের ) ২৬ ফেব্র“য়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
এ ব্যাপারে ঝালকাঠী জেলা জজ আদালত প্রাঙ্গনে লিমনের আইনজীবি আককাস সিকদার ও মানিক লাল আচার্য্য এ প্রতিবেদককে জানান, এ মামলায় পৃথক চার্জশিটভূক্ত লিমনের সাথে থাকা আরো ৭ আসামীর বিরুদ্ধে আদালতে দেয়া গ্রেপ্তারী পরওয়ানার তামিল প্রতিবেদন পুলিশ এখন পর্যন্ত জমা দিতে না পারায় অভিযোগ গঠন হয়নি। আদালত পরবর্তি তারিখ আগামী বছর (২০১২ সালের) ২৬ ফেব্র“য়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
ঝালকাঠী বিশেষ ট্রাইবুলান দ্বিতীয় আদালতের বিচারক মোঃ সিদ্দুকুল আরেফিন চৌধুরী আগামী বছরের (২০১২ সালের ) ২৬ ফেব্র“য়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
এদিকে এ মামলাটি থেকে লিমনকে অব্যহতি দেয়ার জন্য তার আইনজীবির আবেদেনের শুনানীও একই তারিখ ধার্য করেছে আদালত।
গত ৩ জুলাই এ আবেদনটি করা হয়েছিল বলে লিমনের আইনজীবি আককাস সিকদার জানান। এ বছরের ২৩ মার্চ সন্ধ্যায় ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে জোফাজ্জেল হোসেনের ছেলে কলেজছাত্র লিমন হোসেন পা হারায়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে লিমনসহ ৮ জনের বিরুদ্ধে সরকারী কাজে বাঁধা দেয়া ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে । অস্ত্র মামলায় র্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ডগুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার দেখিয়ে লিমনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনের মামলাটি করেছিল ।
ঝালকাঠী আদালতে লিমনের আইনজীবি মানিক আচার্য্য এ প্রতিবেদককে বলেন, গত ২৪ এপ্রিল পুলিশ অস্ত্র আইনে লিমনসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি তদন্ত প্রতিবেদন (চার্জশীট) দাখিল করেছিল ।
লিমন কিশোর বয়সের ( আঠের বছর কম বয়সের) হওয়ায় একই ধারায় লিমনের বিরুদ্ধে পৃথক তদন্ত প্রতিবেদন (চার্জশীট ) দেয়া হয়। লিমন ছাড়া অপর ৭ আসামীর বিরুদ্ধে আদালতের দেয়া গ্রেপ্তারি পরওয়ানার তদন্ত প্রতিবেদন পুলিশ ৪ মাস ২৪ দিনেও আদালতে দাখিল করতে না পারায় লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি।
আইনজীবি মানিক আচার্য্য আরো বলেন, এ ৭ আসামী পলাতক থাকায় গত ৩ জুলাই ঝালকাঠী বিশেষ ট্রাইবুনাল আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে তার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিল ।
ঝালকাঠী আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গনে এ পতিবেদকেক লিমন হোসেন বলেন, সে সন্ত্রাসী নয় । র্যাব তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আগামী বছর ২০১২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। পরীক্ষার্থি হিসেবে এ মামলার হয়রানী থেকে অব্যহতি পাওয়ার জন্য লিমন সরকারের প্রতি দাবী করে ।