আর্কাইভ

বাবুগঞ্জের ইউপি সদস্য ঢাকায় গ্রেফতার

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকায় ভূয়া গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নান্নু মিয়া (৩২)।

পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প সংলগ্ন সমবায় বাজারের সামনে ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি চালায় নান্নু মিয়া ও তার সহযাগীরা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ১০ জন সহযোগীসহ নান্নু মিয়াকে গ্রেফতার করে। পুলিশ আরো জানায়, এ চক্রটি দীর্ঘদিন থেকে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ডাকাতি করে আসছে। নান্নু মিয়ার গ্রেফতারের খবর কেদারপুর এলাকায় ছড়িয়ে পরলে গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসি নান্নু দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

আরও পড়ুন

Back to top button