নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ এক বছরেও সন্ধ্যান মেলেনি বরিশালের উজিরপুরের জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির খানের। গত বছরের ২৩ নবেম্বর ঢাকার রামপুরা এলাকা থেকে সাদা পোশাকধারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেয়া হয়। এরপর তার মুক্তির দাবিতে টানা ৫ দিন উজিরপুরের চারটি ইউনিয়নের হাজার-হাজার জনতা সড়ক অবরোধসহ নানা কর্মসূচী পালন করেছিলেন। এ ঘটনায় নিখোঁজ হওয়া হুমায়ুন খানের স্ত্রী রত্না বেগম রামপুরা থানায় একটি সাধারন ডায়েরীও করেছিলেন। অবশ্য আইন শৃংখলা বাহিনী হুমায়ুন খানকে গ্রেফতারের অভিযোগ অস্বীকার করে আসছেন।
এ ঘটনার ১ বছর পার হলেও জীবিত বা মৃত কোন অবস্থাতেই সন্ধ্যান পাওয়া যায়নি জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খানের। স্ত্রী ও তার পরিবারের লোকজন বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও কোন সন্ধ্যান মেলাতে পারেনি। এদিকে হুমায়ুন কবির খানের একমাত্র কন্যা ও সপ্তম শ্রেণীর ছাত্রী অর্পা বুকভরা আশা নিয়ে তাকিয়ে থাকে এই বুঝি তার বাবা ফিরে এসেছে।