আর্কাইভ

বরিশালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক

বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল নগরীর কাউনিয়া এলাকার ৭নং ওয়ার্ডের বিভিন্নস্থান থেকে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে তাদের আটক করা হয়। জানা গেছে, কাউনিয়া ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের ছোট ভাই জসিমের নেতৃত্বে একদল মাদক বিক্রেতা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছিল। যাদেরকে পুলিশ শত চেষ্টা করেও কয়েকটি অভিযান চালিয়ে আটক করতে ব্যার্থ হয়।

সর্বশেষ গতকাল কাউনিয়া থানার এ এস আই সাইদুর ও মনিরের নেতৃত্বে জসিমের এই মাদক বাহিনীর ৪ সদস্যকে আটক করে থানা পুলিশ। আটক কৃতরা হল পলাশ (২৮) সোহাগ (২২) সুজন (২৩) রবিউল (২৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আাটকৃতদের ছাড়িয়ে নেয়ার জন্য ক্ষমতাসীন একটি মহল নানা লবিং তদ্বির চালিয়ে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button