আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ পোনাবালিয়া ইউপি নির্বাচন দাবীতে আন্দোলনকারী সংগঠনের আহবায়কের নামে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বর্তমান চেয়ারম্যান ওয়ারেচ আলী খান। চেয়ারম্যানের পক্ষে এ্যাড. খাঁন হাফিজুর রহমান পোনাবালিয়া নাগরিক ফোরামের আহবায়ক আবু বকর সিকদারের নামে গতকাল লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে দাবী করেছে, বর্তমান চেয়ারম্যান ওয়ারেচ আলী খান’র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার মোয়াক্কেলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
নোটিশে আরো বলা হয়েছে, বর্তমান চেয়ারম্যানের আকাশচুম্বি ইমেজকে ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ধরনের মানহানিকর উক্তি ও কুৎসা রটাচ্ছে। এমনকি তিনি তার বিরুদ্ধে ক্ষমতা কুক্ষীগত করে রাখার অভিযোগ অস্বীকার করে বলেন, চেয়ারম্যান তার নির্বাচনী অঙ্গীকারসমুহ যথাযথ পালন করায় বর্তমান মেয়াদে কয়েকগুন ইমেজ বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠি নাগরিক ফোরাম পোনাবালিয়া ইউনিয়ন শাখা আহবায়ক আবু বকর সিকদার সাংবাদিকদের বলেন, পোনাবালিয়া ইউনিয়নের নাগরিকরা ইউনিয়ন পরিষদের সেবা থেকে নানাভাবে বঞ্চিত হওয়ার কারনে আমরা নাগরিক ফোরামের ব্যানারে নির্বাচন দাবীতে প্রার্থীদের সাথে মতবিনিময়, এলাকার লোকজনের ঐক্যবদ্ধ ইস্যুতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছি। এছাড়া স্থানীয় এমপি’র সাথে বৈঠক করে দ্রুত নির্বাচনের দাবী জানিয়েছি। কিন্তু এতে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে মানহানিকর উক্তি বা কুৎসা করা হয়নি।
এ প্রসংগে ঝালকাঠি নাগরিক ফোরাম আহবায়ক আহমেদ আবু জাফর বলেন, গনতন্ত্র রক্ষার আন্দোলনে সংগঠনটি সমাজের বিভিন্ন শ্রেনীপেশার নাগরিককে সাথে নিয়ে কাজ করছে। এখানে কোন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচারের সুযোগ নেই। বর্তমান গনতান্ত্রিক সরকার দেশের প্রায় শতভাগ ইউনিয়ন পরিষদের নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। কিন্তু পোনাবালিয়া ইউপি নির্বাচন বানচালকারী একটি অপশক্তি নানা অজুহাতে নিম্ম আদালত থেকে উচ্চ আদালতে মিথ্যা অজুহাত নিয়ে ইউনিয়নটির নির্বাচন বন্ধ করে রাখার পাঁয়তারা করছে।
সূত্রমতে, নাগরিক ফোরাম গনতন্ত্র রক্ষার্থে ইতিপূর্বে ঝালকাঠি পৌরসভা নির্বাচন ইস্যুতে ১০দিন ব্যাপী আন্দোলন কর্মসূচী পালন করে। আন্দোলন কর্মসূচীর ফলে সরকারের নির্বাচন কমিশন নির্বাচনের মাধ্যমে পৌর পরিষদ গঠন করে।
নাগরিক ফোরামের পক্ষ থেকে আরো বলা হয়েছে, স্থানীয় সমাবেশ ও প্রচারনা থেকে সরকারকে পোনাবালিয়া ইউপি নির্বাচনের জটিলতা কাটিয়ে ওঠতে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।