গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ছবির উদ্দিন সিকদার জানান, সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা থেকে ট্রাক (যশোর-ট- ০২-০২৯৫) ভারতিয় পিয়াজ ভর্তি করে রোববার রাত ১১ টায় বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। গতকাল সোমবার ভোর ৫ টায় মালবাহি ট্রাকটি গৌরনদী উপজেলার কটকস্থল নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাঠভর্তি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। দুর্ঘটনায় ট্রাকের চালক রহমান আলী (৪৫) ও হেলপার রিপন গাজী (২৫) আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬ ঘন্টা পর সকাল ১১ টায় দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রাকটি মহাসড়কের ওপর থেকে অপসারন করে। দীর্ঘসময় দক্ষিণাঞ্চলের একমাত্র ব্যবস্তম মহাসড়কের যানচলাচল বন্ধ থাকায় এ্যাম্বুলেন্স, বনভোজনের গাড়িসহ শত শত দুরপাল্লার যাত্রীবাহী বাস আটকা পরে হাজার-হাজার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।