গৌরনদীঃ শীতবস্ত্র কম্বল বিতরন করছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-ছবি: হীরা
সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস
সিডর ও আইলা আক্রান্ত বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়নের দরিদ্র ও অসহায়দের মাঝে গতকাল সোমবার বিকেলে দ্বিতীয় দফায় শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের দ্বিতীয় দফায় বরাদ্দকৃত উপজেলার সাত ইউনিয়নের ৬’শ দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইলিয়াস হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, আবু সাঈদ নান্টু, মনির হোসেন মিয়া, জয়নাল খন্দকার, কবির হোসেন খান, সোহরাব হোসেন প্রমুখ।