আর্কাইভ

পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বরিশাল প্রতিনিধি ॥ পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪টি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। নির্বাহি ম্যাজিষ্ট্রেট আহসান উল্লাহ শরীপ জানান, এসকল দোকানে মেয়াদোত্তীর্ন খাদ্য ও ঔষধ বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় অভিযুক্ত ১৪টি দোকান থেকে মোট ১লাখ ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান, বানিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব রাশেদ খানের নেতৃত্বে ভ্রাম্যমানের এ আদালত পরিচালনা করা হয়। তাকে সহযোগিতা করেছেন পটুয়াখালীর নির্বাহি ম্যাজিষ্ট্রেট আহসান উল্লাহ শরীপ।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button