আর্কাইভ

বাবুগঞ্জে ব্রীজের দু’পাশে বালুর বস্তা

বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতের দিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন নেয়ামতউল্লাহ খালের উপরে ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটির গোড়ার উভয় পার্শ্বে মাটি না দেয়ায় প্রায় ৫ মাস ধরে ৪ গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জানা গেছে,২০১০-১১অর্থ বছরে এান ও পুর্নবাসন অধিদপ্তরের অধিনে নির্মিত এ ব্রীজটি দিয়ে ভূতেরদিয়া,পূর্ব ভূতেরদিয়া,উওর ভুতের দিয়া ও কেদারপুর   গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের  যাতায়াতে চরম দূর্ভোগের শেষ নেই। দীর্ঘ ৫ মাস পূর্বে ব্রীজটি নির্মান করলেও ব্রীজের উভয় পার্শ্বে কোন মাটি দেয়া হয়নি। স্থানীয় লোকজন ব্রীজের উভয় পার্শ্বে বালুর বস্তা দিয়ে যাতায়াত করছেন। কিন্তু নারী, বৃদ্ধা ও স্কুলগামী কোমলমতি শিশুরা ওই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও লোকজন ভাড়ী বোঝা নিয়ে কোন ভাবেই যাতায়াত করতে পারছেনা। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির মৃর্ধা  জানান, ব্রীজের গোড়ায় মাটি না দেয়ায় মানুষ নানা দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলা পিআইও অফিসের সূএে জানা গেছে, ১৮ লাখ টাকা ব্যয়ে এ ব্রীজটি নির্মান করা হয়েছে।কিন্তু তখন বর্ষার কারনে ব্রীজের গোড়ায় মাটি দেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

Back to top button