বরিশাল প্রতিনিধি ॥ সাগর পাড়ের কলাপাড়া উপজেলায় শতশত ছাত্র-ছাত্রীর অনুপস্থিতে উৎসব মুখর পরিবেশের মধ্যে বুধবার প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। পৌর শহর সহ উপজেলার মোট ১৬টি ভ্যনুতে প্রাথমিক স্তরে ৩৬৯৪ পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর মধ্যে প্রথমদিনে অনুপস্থিত ১৫৯ জন। এবতেদায়ীতে ৫৬৮ পরীক্ষার্থীর মধ্যে ৮৫ জন অনুপস্থিত ছিল।
শান্তিপূর্নভাবে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু হলেও প্রথম দিনে ২৪৪ পরিক্ষার্থী অনুপস্থিতির কারন হিসেবে জানাযায়, বিভিন্ন রেজি: প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ভূয়া নামে রেজিষ্ট্রেশন করায় অনুপস্থিতির হার বেড়ে গেছে। পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে অধিকাংশ কেন্দ্রে এক বেঞ্চএ তিন জন করে বসে শিক্ষার্থীদের দূর্ভোগের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে।
মধ্য টিয়াখালী পরীক্ষা কেন্দ্রে হল সুপার মজিবর রহমান জানান, এ কেন্দ্রে ১৯৫ জন পরীক্ষার্থী শান্তি শৃখলা ভাবে পরীক্ষা দিয়েছে।