মুক্তি পেলেন শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক

আহমেদ জালাল, বিশেষ প্রতিনিধিঃ মুক্তি পেলেন অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডটকমের সম্পাদক একরামুল হক। আজ শুক্রবার বিকেলে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। সকাল থেকে শীর্ষ নিউজ পরিবার জেল গেটের সামনে অপেক্ষা করে। বিকেল সোয়া ৪টায় সম্পাদক একরামুল হক মুক্তি পান।

এর আগে গত ১ নভেম্বর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান একরামুল হক। কিন্তু  জেল গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সম্পাদক একরামুল হককে নির্যাতন করে বেশ কয়েক সাদা পোশাকধারী পুলিশ গাড়িতে করে অজ্ঞাত স্থানে তুলে নেয়। একই দিন রাতে একরামুল হকের বিরুদ্ধে নতুন করে রমনা থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার বিরুদ্ধে দু’দিনের রিমান্ড মঞ্জুর করে। এই মামলায় তিনি জামিন পাওয়ার পর শুক্রবার কারাগার থেকে মুক্তি পান।

এদিকে শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক মুক্তি পাওয়ায় তাকে দেশ বিদেশের বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। তারা বলেছেন সম্পাদক একরামুল হক তার কলমের মাধ্যমে যে সততা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন তা ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের সাংবাদিক সমাজ একরামুল হককে সাম্রাজ্যবাদ,আধিপত্যবাদ বিরোধী ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মানের অগ্রপথিক ও জাতীয় স্বার্থরক্ষার আর্দশের প্রতীক হিসাবে গ্রহন করেছেন।

প্রসঙ্গত গত ৩১ জুলাই  রাজধানীর মগবাজারের বাসা থেকে একরামুল হককে গ্রেপ্তার করে পুলিশ। একটি চাঁদাবাজী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আরো তিনটি মামলা দায়ের হয়। এরপর গত ২১ আগষ্ট শীর্ষ নিউজ ডটকমের প্রকাশনা সাময়িক বন্ধ ঘোষনা করে শীর্ষ নিউজ পরিবার।