চরমোনাই মাহফিলের নামে চাঁদাবাজির মামলায় ১৪৫ ধারা জারি

শাহীন হাসান ॥ বরিশাল চরমোনাই মাহফিলে ব্যবহৃত ৩৩ শতাংশ জমিতে ১৪৫ ধারা জারি করেছে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। একই সাথে চরমোনাই পীর সাহেবের ভাই সৈয়দ জিয়াউল করিম রাজার চর এলাকার আবদুল মালেক, ডিঙ্গামানিক এলাকার মোঃ সিরাজ, মক্রম প্রতাপ ও চরমোনাই’র ইসমাইল হাওলাদারকে মামলায় বিবাদী করা হয়েছে। মামলার প্রেক্ষিতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারা অনুযায়ী চরমোনাই মাহফিল সংলগ্ন ৩৩ শতাংশ জমিতে স্থিতিবস্থা বজায় রাখাসহ উপরোক্ত ব্যক্তিদের অনুপ্রবেশ বন্ধ করার আদেশ দেয়া হয়। একই এলাকার জমির মালিক আলহাজ মোঃ নাছির উদ্দিন শরিফের আবেদনের প্রেক্ষিতে বিচারক গতকাল কোতয়ালী থানাকে ওই স্থানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদেশ দেন। আবেদনে বলা হয়, চরমোনাইর মরহুম পীর সাহেবের ছেলে সহ তার ঘনিষ্ঠজনরা নাছির উদ্দিনের পৈত্রিক সম্পত্তিতে প্রতি বছর মাহফিলের সময় জবর দখল করে ছোট বড় ঘর তৈরি করে ভাড়া উত্তোলন করিয়া থাকে। বাদী অনেকবার তাদের বাধা দিলেও কোন ভাবেই তা রোধ করা সম্ভব হয়নি। আগামী ২৬ নভেম্বর চরমোনাইর বাৎসরিক মাহফিল শুরু হবে। গত ২৩ নভেম্বর সকাল ৯টায় বিবাদীরা খোন্তা, কুড়াল, বাশ, টিন ও চটের বস্তাসহ বাদীর সম্পত্তিতে প্রবেশ করে ঘর নির্মাণ করতে যায়। এতে এবারও নাছির উদ্দিন বাধা প্রদান করিলে তাকে গালিগালাজ ও মারধর করলে স্থানীয়রা কয়েকজন মিলে তাকে উদ্ধার করে। মাহফিল সংলগ্ন জমি হওয়ায় প্রতি বছর চরমোনাইর মাহফিলের সময় বিবাদীরা জোর পূর্বক ঘর ভাড়া দিয়ে টাকা নিয়ে যায়। সূত্র জানায়, আসামিরা মাহফিলের সময় প্রতি বছর জোর করে ঘর, দোকান ভাড়া দিয়া টাকা উত্তোলন করে। এখানে বাদী পক্ষ কয়েকবার আসামীদেরকে মাহফিলের সময় যাতে ঘর উঠিয়ে ভাড়া না দেয় তার অনুরোধ করেছেন। তার কথা না মানায় আসামীদের সাথে সংঘর্ষের ভয়ে সে গতকাল আইনের আশ্রয় নেন। আসামিরা আইনের তোয়াক্কা করে না। জানা গেছে, বিভিন্ন সময় এলাকাতে চাঁদাবাজির অভিযোগে আসামীদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়েছে, যার মামলা নং সিআর ৪৬২/১০ (সদর)। পূর্বেও বরিশাল সহকারী জজ দেওয়ানী আদালতে মামলা দায়ের করা হয় আসামীদের বিরুদ্ধে। সর্বশেষ গতকালের মামলার প্রেক্ষিতে স্থিতি অবস্থা জারির আদেশ দেয় আদালত। আসামীরা জানায়, পূর্বের ন্যায় এ বছর একই ঘটনার পুনরাবৃত্তি হলে গত বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট প্রতিকার চেয়ে আবেদন করেন নাছির উদ্দিন শরিফ। পরে গতকাল বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নং ৮৯২/১১ দায়ের করেন। আদালতের বিচারক শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।